
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে গোটা দেশে নেমে এসেছে শোকের কালো ছায়া, না ফেরার দেশে চলে গেছেন গণমানুষের এই প্রিয় মুখ।
তার এই অকাল প্রয়াণে শোকাতুর হয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সহযোদ্ধারা। ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই গাইবান্ধার রাজপথে নেমে আসে হাজারো মানুষ, তারা প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশাল শোক মিছিল বের করে যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তবে শোকের পাশাপাশি সেখানে উত্তপ্ত পরিস্থিতিও লক্ষ্য করা গেছে, বিক্ষুব্ধ সমর্থকদের একাংশ প্রিয় নেতার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে।
পুরো জেলা জুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখে শোক পালন করছে স্থানীয়রা সবার মুখে আজ একটাই কথা,ওসমান হাদির মতো একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়ে রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
নিজস্ব প্রতিবেদক 














