বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের চার আসনে ৩০ প্রার্থীর মনোনয়ন, বিএনপির এক নেতা স্বতন্ত্র

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি দলের একজন শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বিএনপির দলীয় প্রার্থীর বাইরে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক সরকার।

কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির আবদুল হাই, গণ অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী এবং বিএনপির সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—জাতীয় নাগরিক পার্টির আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, সিপিবির নুর মোহাম্মদ, নাগরিক ঐক্যের আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের নুর বখত, জামায়াতে ইসলামীর ইয়াসিন আলী সরকার, এবি পার্টির নজরুল ইসলাম খান এবং বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন—স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক সরকার, জাতীয় পার্টির আবদুস সোবাহান, ইসলামী আন্দোলনের আক্কাছ আলী সরকার, বিএনপির তাসভীর উল ইসলাম, খেলাফত মজলিসের মামুনুর রশিদ, জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম এবং গণ অধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকী।

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন, বিএনপির মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের আব্দুল খালেক এবং বাসদ (খালেক মজলিস)-এর রাজু আহম্মেদ।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনের কোনো আসনেই বিএনপির শরিক দলগুলোর প্রার্থী নেই।ইসলামী দলগুলোর জোট নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জেলার সব আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার জানান, শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সব আসনেই তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহার করা হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কুড়িগ্রামের চার আসনে ৩০ প্রার্থীর মনোনয়ন, বিএনপির এক নেতা স্বতন্ত্র

প্রকাশের সময়: ১২:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর পাশাপাশি দলের একজন শীর্ষ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বিএনপির দলীয় প্রার্থীর বাইরে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক সরকার।

কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাকের পার্টির আবদুল হাই, গণ অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী এবং বিএনপির সাইফুর রহমান রানা।

কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—জাতীয় নাগরিক পার্টির আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, সিপিবির নুর মোহাম্মদ, নাগরিক ঐক্যের আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, ইসলামী আন্দোলনের নুর বখত, জামায়াতে ইসলামীর ইয়াসিন আলী সরকার, এবি পার্টির নজরুল ইসলাম খান এবং বিএনপির সোহেল হোসাইন কায়কোবাদ।

কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়ন দাখিল করেছেন—স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক সরকার, জাতীয় পার্টির আবদুস সোবাহান, ইসলামী আন্দোলনের আক্কাছ আলী সরকার, বিএনপির তাসভীর উল ইসলাম, খেলাফত মজলিসের মামুনুর রশিদ, জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম এবং গণ অধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকী।

কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন—স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন, বিএনপির মো. আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদের আব্দুল খালেক এবং বাসদ (খালেক মজলিস)-এর রাজু আহম্মেদ।

এদিকে জেলার চারটি সংসদীয় আসনের কোনো আসনেই বিএনপির শরিক দলগুলোর প্রার্থী নেই।ইসলামী দলগুলোর জোট নিয়ে বিভিন্ন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত জেলার সব আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার জানান, শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সব আসনেই তাঁরা মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহার করা হবে।