
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালানো হয়। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে গাইবান্ধা জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভান বহরের ভ্রাম্যমাণ এই গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এসব প্রামাণ্যচিত্র দেখতে বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনকালে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক 














