বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় একদিনে ৫ ইটভাটা বন্ধ, গুনতে হলো ২৩ লাখ টাকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ ও পরিবেশ ধ্বংসের দায়ে একযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সাদুল্লাপুর উপজেলার মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ভাটাগুলো পরিবেশ আইন লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমারসহ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার বলেন,“বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এসব ভাটা নিয়ম লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গাইবান্ধায় একদিনে ৫ ইটভাটা বন্ধ, গুনতে হলো ২৩ লাখ টাকা

প্রকাশের সময়: ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ ও পরিবেশ ধ্বংসের দায়ে একযোগে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সাদুল্লাপুর উপজেলার মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ভাটাগুলো পরিবেশ আইন লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমারসহ পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক (কর্ম) উত্তম কুমার বলেন,“বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই এসব ভাটা নিয়ম লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।