
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খামার রঘুনাথপুর গ্রামে ড্রাইভারের মোড়ে একটি স্থানীয় কালভার্ট ধসে পড়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে অতিরিক্ত ওভারলোড পাথরবোঝাই একটি ট্রাক কালভার্টটির ওপর দিয়ে চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি কালভার্টের ওপর ওঠামাত্র অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে মুহূর্তেই কালভার্টটি ভেঙে পড়ে। এতে কালভার্টের বড় একটি অংশ সম্পূর্ণ চুরমার হয়ে যায় এবং সড়কে সৃষ্টি হয় ভয়াবহ ক্ষতি।
কালভার্ট ধসে পড়ার ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়, কেউ কেউ বাধ্য হয়ে ঘুরপথে চলাচল করছেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই এই সড়ক দিয়ে নিয়মিত ওভারলোড ট্রাক চলাচল করলেও বিষয়টি নজরদারিতে ছিল না। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
স্থানীয়রা দ্রুত কালভার্টটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ওভারলোড যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক 














