
সারাদেশের মতো গাইবান্ধা জেলাতেও সমাজসেবা অধিদপ্তরের আওতায় চলমান লাইফ ভেরিফিকেশন (যাচাই-বাছাই) কার্যক্রম চলমান রয়েছে।
চলমান এই কার্যক্রমে জেলার সদর উপজেলার কুপতলা ইউনিয়নে ভাতা ভোগীদের কাছ থেকে ঘুষ আদায়ের দৃশ্যমান অভিযোগ উঠেছে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন শিপনের বিরুদ্ধে।
সমাজসেবা বিভাগের নিয়ম অনুযায়ী বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা নারী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ভাতা ভোগীদের নিজ নামে জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম ক্রয় করে নগদ/বিকাশ একাউন্ট খুলে কাগজপত্র জমা দিতে হচ্ছে। অন্যথায় ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে কুপতলা ইউনিয়নের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী রাশেদা বেগম দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইফ ভেরিফিকেশন চলাকালে কুপতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন শিপন ভাতা ভোগীদের কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত উৎকোচ আদায় করেন। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজে ঘুষ গ্রহণের দৃশ্য ধরা পড়েছে, যা এলাকায় চরম আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইউপি সদস্য শিপনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি শাহ সরোয়ার কবিরের প্রতিনিধি এবং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অসহায় ও দরিদ্র ভাতা ভোগীদের কাছ থেকে প্রকাশ্যে এমন অর্থ আদায়ের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শিপনের সাথে কথা বলেলে তিনি টাকা গ্রহনের কথা স্বীকার করেন তবে সমাজ সেবা মাঠ কর্মি রাশিদা তাকে এই টা নিতে বলেছেন বলে জানান।
পরে বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলা সমাজসেবা উপ পরিচলকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে গণউত্তরণ-কে বলেন,
“সরকারি লাইফ ভেরিফিকেশন বা ভাতা সংক্রান্ত কোনো কার্যক্রমে অর্থ লেনদেনের কোনো সরকারি নিয়ম নেই। এ ধরনের লেনদেন সম্পূর্ণ অবৈধ।”ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক 

















