বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ নির্বাচনে প্রথম দিনেই গাইবান্ধা-২ এ জামায়াতের জোরালো প্রচারণা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিনেই গাইবান্ধা-২ (সদর) আসনে নির্বাচনী মাঠে নামলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল করিম সরকার।

আজ প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়।সকাল থেকেই স্টেশন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আব্দুল করিম সরকার।পরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এসময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল করিম সরকার বলেন, “সাধারণ মানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ বিজয়ের আশা রাখি।”
উল্লেখ্য, গাইবান্ধা-২ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে বিবেচিত।

এ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়

ঢাকা-১৯: স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নির্বাচনী প্রচার শুরু এনসিপি প্রার্থীর, নিয়েছেন জামায়াত নেতার দোয়া

error: Content is protected !!

ত্রয়োদশ নির্বাচনে প্রথম দিনেই গাইবান্ধা-২ এ জামায়াতের জোরালো প্রচারণা

প্রকাশের সময়: ০৪:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিনেই গাইবান্ধা-২ (সদর) আসনে নির্বাচনী মাঠে নামলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল করিম সরকার।

আজ প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়।সকাল থেকেই স্টেশন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আব্দুল করিম সরকার।পরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এসময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল করিম সরকার বলেন, “সাধারণ মানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ বিজয়ের আশা রাখি।”
উল্লেখ্য, গাইবান্ধা-২ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে বিবেচিত।

এ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে প্রচারণা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।