শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ চেকপোস্ট, কঠোর তল্লাশি

গাইবান্ধা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। জেলার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের সদস্যদের ধরতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সামগ্রিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চেকপোস্টের কারণে এলাকায় নিরাপত্তা বেড়েছে। তবে তারা দ্রুত ও শালীন তল্লাশির মাধ্যমে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

দহগ্রাম সীমান্তে উত্তেজনা: বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

error: Content is protected !!

গাইবান্ধায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ চেকপোস্ট, কঠোর তল্লাশি

প্রকাশের সময়: ০৩:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

গাইবান্ধা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। জেলার নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

জানা গেছে, চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের সদস্যদের ধরতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, সামগ্রিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চেকপোস্টের কারণে এলাকায় নিরাপত্তা বেড়েছে। তবে তারা দ্রুত ও শালীন তল্লাশির মাধ্যমে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।