
নওগাঁর ধামইরহাটে দুটি ড্রাম ট্রাকের পাল্লাপাল্লিতে প্রাণ হারিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। আজ রোববার ভোর ৪টার দিকে ধামইরহাট সরকারি কলেজের সামনে আমাইতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দ্রুতগামী দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের সীমানা প্রাচীর ভেঙে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে ঘুমিয়ে থাকা ওই নারী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ধাক্কায় দোকানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো.মোখলেছুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 





















