আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

 আবরার ফাহাদের নৃসংশ হত্যাকান্ডের প্রতিবাদে গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর গণ স্বাক্ষর ও পথসভা

গাইবান্ধা প্রতিনিধি ১৩ অক্টোবর:
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের নৃসংশ হত্যাকান্ডের প্রতিবাদ, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে গতকাল রোববার গাইবান্ধায় বাসদ মার্কসবাদী জেলা শাখার উদ্যোগে গণ স্বাক্ষর সংগ্রহ ও শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, সবুজ মিয়া, বন্ধন কুমার প্রমুখ। বক্তারা আবরাবের নৃসংশ হত্যার প্রতিবাদ, গণতন্ত্র ও গণপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, গ্যাস পানি, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, গুম-খুন হত্যা এবং বিচার হীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান। তারা রাজনীতি নয়, অপরাজনীতি বন্ধ করে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তোলাসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...