বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পৃথক দুই ঘটনায় ২১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার -৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৩৪৫ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে পৃথক দুই ঘটনায় ২১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার -৩ করেছে পুলিশ।
গতকাল সন্ধে ৭ টার সময় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই সাইফুলের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে কামদিয়া ইউপির ছাতিয়াচূড়া এলাকা হতে ১০৫ পিস ইয়াবা সহ এই দুই মাদক ব্যবস্যায়ি কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি ১) আরেফিন(২৮) পিতা মৃত আলী আজগর ও আসামি ২) তপু(২৪) পিতা হারুন মন্ডল উভয় সাং কামদিয়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। এদিকে একই টিম রাত ৮ ঘটিকার সময় কামদিয়া ইউপির কামদিয়া বাজার এলাকা হতে ১১০ পিস ইয়াবা সহ অপর মাদক বিক্রেতা আসামি রাজিমুল মন্ডল(২২) পিতা বাবলু মন্ডল সাং কামদিয়া উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে গ্রেফতার করে। উদ্ধার কৃত ইয়াবার মূল্য অনুঃ ৬৪ হাজার ৫ শত টাকা। আসামি আরেফিন বিরুদ্ধে ২ টি ও আসামি তপুর বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান। তিনি আরোও জানান এ বিষয়ে থানায় দুটি মাদক মামলা রুজু হয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে পৃথক দুই ঘটনায় ২১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার -৩

প্রকাশের সময়: ০৯:৪৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জে পৃথক দুই ঘটনায় ২১৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার -৩ করেছে পুলিশ।
গতকাল সন্ধে ৭ টার সময় বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই সাইফুলের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে কামদিয়া ইউপির ছাতিয়াচূড়া এলাকা হতে ১০৫ পিস ইয়াবা সহ এই দুই মাদক ব্যবস্যায়ি কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি ১) আরেফিন(২৮) পিতা মৃত আলী আজগর ও আসামি ২) তপু(২৪) পিতা হারুন মন্ডল উভয় সাং কামদিয়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। এদিকে একই টিম রাত ৮ ঘটিকার সময় কামদিয়া ইউপির কামদিয়া বাজার এলাকা হতে ১১০ পিস ইয়াবা সহ অপর মাদক বিক্রেতা আসামি রাজিমুল মন্ডল(২২) পিতা বাবলু মন্ডল সাং কামদিয়া উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে গ্রেফতার করে। উদ্ধার কৃত ইয়াবার মূল্য অনুঃ ৬৪ হাজার ৫ শত টাকা। আসামি আরেফিন বিরুদ্ধে ২ টি ও আসামি তপুর বিরুদ্ধে ১টি করে মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান। তিনি আরোও জানান এ বিষয়ে থানায় দুটি মাদক মামলা রুজু হয়েছে।