বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেরাণীগঞ্জে সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান বন্ধ ঘোষণা

 কেরানিগঞ্জ প্রিতিনিধি: সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় কেরাণীগঞ্জের সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ (রবিবার) থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানান উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (১৬ই মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞার বলবৎ থাকবে বলেও জানানো হয়। তবে জরুরি সেবা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফার্মেসীর দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ নিউজনাউকে জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় কেরাণীগঞ্জের সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বাস্থ্য বিবেচনায় সাময়িকভাবে এ আদেশ জারি করেছি আমরা।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালনের সময় উপজেলা প্রশাসনে দুই জন এসিল্যান্ড, চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মি ১৭ জন এবং র্যাব-পুলিশ ১০৮ জনসহ এখন পর্যন্ত উপজেলায় মোট করেনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় ৪০ জন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

কেরাণীগঞ্জে সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান বন্ধ ঘোষণা

প্রকাশের সময়: ০১:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০

 কেরানিগঞ্জ প্রিতিনিধি: সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় কেরাণীগঞ্জের সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ (রবিবার) থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানান উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (১৬ই মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞার বলবৎ থাকবে বলেও জানানো হয়। তবে জরুরি সেবা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফার্মেসীর দোকান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ নিউজনাউকে জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি অমান্য করায় কেরাণীগঞ্জের সকল মার্কেট, বাজার ও বিপণি বিতান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বাস্থ্য বিবেচনায় সাময়িকভাবে এ আদেশ জারি করেছি আমরা।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য মাঠপর্যায়ে সরকারি দায়িত্ব পালনের সময় উপজেলা প্রশাসনে দুই জন এসিল্যান্ড, চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মি ১৭ জন এবং র্যাব-পুলিশ ১০৮ জনসহ এখন পর্যন্ত উপজেলায় মোট করেনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় ৪০ জন।