
নীলফামারী প্রতিনিধি : পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের মহানুভবতায় কুষ্টিয়ায় নিজ বাড়িতে ফিরছেন নীলফামারীতে আটকে পড়া বেঁদে সম্প্রদায়ের চার পরিবার। শনিবার বিকেলে জেলা পুলিশের বিশেষ ব্যবস্থাপনায় চার পরিবারের দশজনকে কুষ্টিয়া পাঠানো হয়। সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসে যাত্রা করেন তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, গত তিন মাস থেকে পলাশবাড়ি ভূমি অফিস সংলগ্ন পুকুর পাড়ে অস্থায়ী প্যান্ডেল টানিয়ে বসবাস করছিলেন কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার খন্দকবারি আশ্রয়ন প্রকল্প এলাকার গোপন চন্দ্র রায়, নিপেন চন্দ্র রায়, গৌড় চন্দ্র রায় ও হাসি রানীর পরিবার। চার পরিবারে তাদের সদস্য সংখ্যা দশজন।
বাঁশের জিনিসপত্র বানিয়ে বিক্রি করে সংসার চালাতো তারা। এরই মধ্যে গত মার্চ মাস থেকে করোনা শুরু হওয়ায় তাদের জীবীকার পথ বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েন। ধার দেনা করে কোন রকমে দিন কাটাচ্ছিলেন তারা। তিন মাস অতিবাহিত হওয়ায় চরম বিপাকে পড়ে পরিবার চারটি। এরই মধ্যে নিজ এলাকায় ফিরতে তাদের আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে।
নিজস্ব প্রতিবেদক 









