
সংবাদদাতা : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ভার্সেটাল গার্মেন্টস নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবার দুপুরে উত্তরা আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। ক্ষিণখান মোল্লার টেক এলাকায় অবস্থিত ওই কারখানার শ্রমিকরা ঘণ্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে জরুরি প্রয়োজনে চলাচল করা অ্যাম্বুলেন্স সহ সকল যানবাহন থেমে থাকে। দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ভার্সেটাল গার্মেন্টস কারখার অপরেটর মজনু মানবকণ্ঠকে জানান, কোনোরকম পূর্বঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই ১২শ’ শ্রমিক থেকে ৩শ’ শ্রমিক ছাঁটাই করে দেয়া হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে পূনঃনিয়োগের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শচীন মৌলিক মানবকণ্ঠকে জানান, পুলিশের পক্ষ থেকে মালিকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছে শ্রমিকদের। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 












