শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকালিন স্বাস্থ্যসেবার উপকরণ জেলা প্রশাসককে হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা

বিশেষ প্রতিনিধি:  এপেক্স ক্লাবস অব বাংলাদেশ কেন্দ্র থেকে প্রদত্ত শ্বাসকষ্ট চিকিৎসা সংক্রান্ত উপকরণ গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা।

এপেক্স ক্লাব অব গাইবান্ধা রবিবার ২৮ জুন সকালে গাইবান্ধার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালিন সময়ে গাইবান্ধা সদর হাসপাতালে করোনা রোগীর শ্বাসকষ্টের চিকিৎসার জন্য নেবুলাইজার মেশিন ২টি,নেবুলাইজার ব্যবহারের ঔষধ ২০ প্যকেট,বিলিচিং পাউডার, বালতি,ও মাক্স জেলা প্রশাসক আব্দুল মতিনের নিকট হস্তান্তর করেন।

এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রসিডেন্ট এপেক্সিয়ান মনোয়ার হোসেন লাবলুর নেতৃত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান এ্যাডভোকেট রোকনুজ্জামান পলাশ আইপিপি, এপেক্সিয়ান ফাতেমা ইয়াসমিন মল্লিক এসভিপি, এপেক্সিয়ান খায়রুজ্জামান দুদু জে ভিপি, এপেক্সিয়ান ইফতেখার ইমরান জিম সেক্রেটারী এন্ড ডিএনই, এপেক্সিয়ান গাউসুল আজম জুয়েল এসডি, এপেক্সিয়ান মাহফুজার রহমান স্বপন কোষাধ্যক্ষ ,এপেক্সিয়ান সমিউল ইসলাম পিপলু,পিপি ও প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

করোনাকালিন স্বাস্থ্যসেবার উপকরণ জেলা প্রশাসককে হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা

প্রকাশের সময়: ০৪:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

বিশেষ প্রতিনিধি:  এপেক্স ক্লাবস অব বাংলাদেশ কেন্দ্র থেকে প্রদত্ত শ্বাসকষ্ট চিকিৎসা সংক্রান্ত উপকরণ গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা।

এপেক্স ক্লাব অব গাইবান্ধা রবিবার ২৮ জুন সকালে গাইবান্ধার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাকালিন সময়ে গাইবান্ধা সদর হাসপাতালে করোনা রোগীর শ্বাসকষ্টের চিকিৎসার জন্য নেবুলাইজার মেশিন ২টি,নেবুলাইজার ব্যবহারের ঔষধ ২০ প্যকেট,বিলিচিং পাউডার, বালতি,ও মাক্স জেলা প্রশাসক আব্দুল মতিনের নিকট হস্তান্তর করেন।

এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রসিডেন্ট এপেক্সিয়ান মনোয়ার হোসেন লাবলুর নেতৃত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান এ্যাডভোকেট রোকনুজ্জামান পলাশ আইপিপি, এপেক্সিয়ান ফাতেমা ইয়াসমিন মল্লিক এসভিপি, এপেক্সিয়ান খায়রুজ্জামান দুদু জে ভিপি, এপেক্সিয়ান ইফতেখার ইমরান জিম সেক্রেটারী এন্ড ডিএনই, এপেক্সিয়ান গাউসুল আজম জুয়েল এসডি, এপেক্সিয়ান মাহফুজার রহমান স্বপন কোষাধ্যক্ষ ,এপেক্সিয়ান সমিউল ইসলাম পিপলু,পিপি ও প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।