
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে ২ জন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় ২ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।
একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পূর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর পুত্র মন্টু মিয়া (৪০) ও আব্দুল হামিদের পুত্র আতি (৩৮) মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এছাড়া বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত ৮ জন আহত হয়েছেন। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 












