আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

 সাংবাদিক মারপিটের ঘটনায় মামলা, আটক ২

সিরাজগঞ্জ জেলা প্রতিদিনঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা কোরবানী পশুর হাটে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করায় হাটের ইজারাদারের লোকজনের মারপিটে ২ গণমাধ্যমকর্মী আহত হওয়ার ঘটনায় ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে ২জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় বাবলু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১২টায় মারপিটের শিকার সাংবাদিক রিফাত রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। রাতেই ওমর ফারুক (২৫) নামে একজনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদী ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার মূল আসামীরা আটক হয়নি।

মামলার আসামীরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন (৪৮), মো. খলিলুর রহমান (৭০), মো. সেরাজুল (৩২), মো. মজিদ (৩৮), মো. ওমর ফারুক (২৪), বাবলু মেলেটারি (৪৪), মো. ফরিদ (৪২), খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা (৫৫), আনোয়ার হোসেন সফের (৬২), মো. ইসমাইল হোসেন (৪০), মজনু (৩৮), হামিদুল (৩৬), মুকুল মেম্বর (৪৫), মো. রাজু (৩৬), আরিফ খান (৪০) সহ ৪/৫জন অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে কোরবানির পশুর হাট নিয়ে প্রতিবেদন করতে গেলে হাট ইজারাদারের লোকজন দুই সাংবাদিককের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি। অতিদ্রুত আসামীদের গ্রেফতার না করা হলে আমারা বিভিন্ন কর্মসূচি দিবো।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আইনের আওতায় আনা হবে।
হারুন অর রশিদ খান হাসান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...