মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ২০৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়া সদর উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৩২) ও একই এলাকার পবন আলীর ছেলে শাকিল আলী (২১)। আব্দুল হান্নান  রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন এবং শাকিল ছিলেন হেলপার। তারা দুইজন প্রতিবেশী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে মো. বক্করের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামেন।

এ সময় ট্যাংকের ভেতর দুজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হলমোড় এলাকায় সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

জনপ্রিয়

পিতা মাতাকে নির্যাতনকারি সেই কুলাঙ্গারকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ

error: Content is protected !!

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: ০৬:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়া সদর উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আব্দুল হান্নান (৩২) ও একই এলাকার পবন আলীর ছেলে শাকিল আলী (২১)। আব্দুল হান্নান  রাজমিস্ত্রি হিসাবে কাজ করতেন এবং শাকিল ছিলেন হেলপার। তারা দুইজন প্রতিবেশী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে হরিনারায়ণপুর বাজারের পাশে মো. বক্করের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন রাজমিস্ত্রি হান্নান। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপার শাকিলও ট্যাংকের ভেতরে নামেন।

এ সময় ট্যাংকের ভেতর দুজন অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হলমোড় এলাকায় সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, হান্নান ও শাকিল বক্কর কসাইয়ের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।