শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধারের টাকা চাওয়ায় অঘোরে প্রাণ হারালো রহিমা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি: ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম(৫৫) নামের এক মধ্য বয়সী নারীর।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ ছেলে (রহিম,করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়। টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের দোকানে থাকা লাঠি দিয়ে রহিমার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

জনপ্রিয়

পুনরায় সংসার করার প্রস্তাবে জেল থেকে বেরিয়ে বাদীকে আদালতে ডেকে নিয়ে মারধর করল আসামী তুষার

error: Content is protected !!

ধারের টাকা চাওয়ায় অঘোরে প্রাণ হারালো রহিমা

প্রকাশের সময়: ১১:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি: ছেলের ধার দেওয়া টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেলো রহিমা বেগম(৫৫) নামের এক মধ্য বয়সী নারীর।

মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুড়ারকুটি এলাকায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রহিমা বেগমের ২ ছেলে (রহিম,করিম) একই এলাকার মৃত গনি মিয়ার ছেলে সাইফুল ইসলামের নিকট পাওনা টাকা চাইতে সাইফুলের দোকানে যায়। টাকা চাওয়ায় উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুলের দোকানে থাকা লাঠি দিয়ে রহিমার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ইসলামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ এখনও আছে এবং কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।