বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেলা কারাগার থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মধ্য বয়রা এলাকার রফিকুল মিয়া (৪০) ও মাশরেফ আরিফ (৩০)।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।

এই ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদীদের গ্রেফতার অভিযানে নামেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করে।

পরে সোমবার সকালে গ্রেফতারকৃতদের স্ব-স্ব থানার মাধ্যমে জেলা কারাগারে হস্তান্তর করা হয়।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

জেলা কারাগার থেকে পলাতক দুই আসামী গ্রেফতার

প্রকাশের সময়: ০৩:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মধ্য বয়রা এলাকার রফিকুল মিয়া (৪০) ও মাশরেফ আরিফ (৩০)।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।

এই ঘটনায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদীদের গ্রেফতার অভিযানে নামেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করে।

পরে সোমবার সকালে গ্রেফতারকৃতদের স্ব-স্ব থানার মাধ্যমে জেলা কারাগারে হস্তান্তর করা হয়।