বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঘরের ভেতর ঝুলছিলো বলে জানা গেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের আজাহার আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, জাহাঙ্গীর আলমের কিছুটা মানসিক সমস্যা ছিলো। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার বাড়িতে ফিরেন। পরদিন শুক্রবার রাতে বাড়ির ঘরের ভেতর  গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখা যায়। এরপর তার লাশ নামানো হয়।

এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাহিদ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানা পুলিশে খবর দেওয়া হলে তার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর জাসপাতালে প্রেরন করে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সাদুল্লাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঘরের ভেতর ঝুলছিলো বলে জানা গেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের আজাহার আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, জাহাঙ্গীর আলমের কিছুটা মানসিক সমস্যা ছিলো। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই একপর্যায়ে বৃহস্পতিবার বাড়িতে ফিরেন। পরদিন শুক্রবার রাতে বাড়ির ঘরের ভেতর  গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখা যায়। এরপর তার লাশ নামানো হয়।

এ বিষয়ে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাহিদ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানা পুলিশে খবর দেওয়া হলে তার লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর জাসপাতালে প্রেরন করে।