আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ইয়াবা,দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক সম্রাট আলাল গ্রেফতার, দুই পুলিশ সদস্য আহত

গাইবান্ধার পলাশবাড়ী থেকে  ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় আল আমনি ওরফে আলাল (৫০) কে গ্রফেতার করছেে জেলা  গোয়ন্দো পুলিশ(ডিবি) আজ শনিবার রাতে তাকে পলাশবাড়ী উপজলোর সাতারপাড়া গ্রাম থকেে তাকে গ্রফেতার করা হয়।
 
গাইবান্ধা পুলশি সুপার মুহাম্মাদ তৌহদিুল ইসলাম এর নর্দিশেে জেলা  জুরে মাদক, সন্ত্রাস, জঙ্গবিাদ বরিোধী বশিষে অভযিান অব্যাহত রখেছেে জেলা  গোয়ন্দো পুলিশ ।চলমান অভযিানরে অংশ হসিবেে ডিবি পুলশিরে ওসি মোস্তাফজিার রহমান সঙ্গীয় পুলশি র্ফোস নয়িে শনবিার সন্ধায় পলাশবাড়ী উপজলোর সাতারপাড়া গ্রামে বশিষে অভিযান চালিয়ে মাদক, চুড়ি ডাকাতিসহ ১৮ মামলা আসামী আল আমনি ওরফে আলাল (৫০) কে ৫১০ পচি ইয়াবাসহ গ্রফেতার করে ।
এসময় তার দেয়া তথ্যমতে ইয়াবার মুল ডলিার ঢোলভাংগা বাজাররে অপর মাদক ব্যবসায়ী আল-আমনিরে বাড়ীতে অভযিানে যাওয়ার সময় পথমিধ্যে সাঁকোয়া ব্রীজরে নকিট পৌছিলে আলালরে সহযোগীরা দশেীয় অস্ত্র সস্ত্রে সজ্জতি হয়ে পুলশিরে উপর অর্তকিত হামলা চালায়।
 
এসময় আত্মরর্ক্ষাথে পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যাবসায়ী আল আমনি ওরফে আলাল গুলবিদ্ধি হয় এবং অন্যান্য সহযোগীরা পালয়িে যায়।পুলিশ  ঘটনাস্থল থেকে বেশ  কয়েকটি  দেশীয়  অস্ত্র উদ্ধার করছে। এতে দুই পুলশি সদস্য গুরুতর আহত হয়। আহতরা হলেন  কনষ্টেবল নজরুল ইসলাম ও রবউিল ইসলাম।
পরে আহত দুই পুলিশ  সদস্যসহ আলালকে উদ্ধার করে গাইবান্ধা আধুনকি সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে। তাদরে সেখানে  চকিৎিসা দেওয়া হচ্ছে গ্রেফতারকৃত  আল আমনি ওরফে আলাল পলাশবাড়ী উপজলোর বেতকাপা ইউপির সাতারপাড়া গ্রামের  নজলার রহমানের ছেলে । এদকিে আলাল গ্রেফতার  ও গুলিবিদ্ধ  হওয়ার খবর এলাকায় ছড়য়িে পড়লে জনমনে স্বস্তি ফরিে এসেছে ।
জেলা গোয়েন্য়দা  পুলিশের ওসি মোস্তাফজিার রহমান আজ সকাল ১০টায় বলনে, এ ব্যাপারে ইন্সপক্টের রাজিবুল ইসলাম বাদি হয়ে আসামী আল আমনি ওরফে আলালসহ আরও কয়কে জনরে বিরুদ্ধে  পালাশবাড়ী থানায় মাদক আইন ও আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা এবং পুরিশের  কাজে বাধা সংক্রান্ত একাধকি ধারায় মামলা দায়ের করেছেন । তিনি আরও বলনে, অপর আসামীদরে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...