বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি : সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তিন দিনের রিমান্ড শেষে মেহেরপুর থানা পুলিশ তাকে মেহেরপুরের আমলি আদালতে হাজির করলে বিচারক শারমিন নাহার এ আদেশ দেন।

গত রবিবার( ১৬ ফেব্রুয়ারী) রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ঢাকার ইস্কাটনে বোনের বাড়ি থেকে মোনালিসাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর সোমবার( ১৭ ফেব্রুয়ারী) তাকে মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে। আটক মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলামের চাচাতো বোন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। “সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীর নেতৃত্বে এলাকায় নিয়োগবাণিজ্য, টেন্ডারবাণিজ্য, অনলাইন ক্যাসিনসহ প্রশাসনিক সমস্ত লেনদেন কার্যক্রম পরিচালিত হতো।

কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস জানা, দুপুর ১২টার দিকে মোনালিসাকে মেহেরপুরের আমলি আদালতে হাজির করা হয়। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় মোনালিসার তিন দিনের রিমান্ড শেষে আদালত হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়া পলি খাতুন নামের এক নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিমান্ড শেষে শুনানিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি কামরুল হাসানসহ বিএনপিপন্থি আইনজীবীরা অংশ নেন।

অন্যদিকে আসামি পক্ষের আওয়ামীপন্থি আইনজীবী ইব্রাহিম শাহিন, আব্দুল মতিন এবং ইয়ারুল ইসলামসহ আওয়ামীপন্থি আইনজিবীরা অংশ নেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

প্রকাশের সময়: ০৪:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

মেহেরপুর প্রতিনিধি : সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তিন দিনের রিমান্ড শেষে মেহেরপুর থানা পুলিশ তাকে মেহেরপুরের আমলি আদালতে হাজির করলে বিচারক শারমিন নাহার এ আদেশ দেন।

গত রবিবার( ১৬ ফেব্রুয়ারী) রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ঢাকার ইস্কাটনে বোনের বাড়ি থেকে মোনালিসাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এরপর সোমবার( ১৭ ফেব্রুয়ারী) তাকে মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মজ্ঞুর করে। আটক মোনালিসা ইসলাম কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলামের চাচাতো বোন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। “সাবেক জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীর নেতৃত্বে এলাকায় নিয়োগবাণিজ্য, টেন্ডারবাণিজ্য, অনলাইন ক্যাসিনসহ প্রশাসনিক সমস্ত লেনদেন কার্যক্রম পরিচালিত হতো।

কোর্ট ইন্সপেক্টর মানস রঞ্জন দাস জানা, দুপুর ১২টার দিকে মোনালিসাকে মেহেরপুরের আমলি আদালতে হাজির করা হয়। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলায় মোনালিসার তিন দিনের রিমান্ড শেষে আদালত হাজির করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ছাড়া পলি খাতুন নামের এক নারীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রিমান্ড শেষে শুনানিতে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাবেক সভাপতি কামরুল হাসানসহ বিএনপিপন্থি আইনজীবীরা অংশ নেন।

অন্যদিকে আসামি পক্ষের আওয়ামীপন্থি আইনজীবী ইব্রাহিম শাহিন, আব্দুল মতিন এবং ইয়ারুল ইসলামসহ আওয়ামীপন্থি আইনজিবীরা অংশ নেন।