শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতে তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।


ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের সময়: ১২:১৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বিশেষ প্রতিনিধি:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতে তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।


ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।