বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের প্রতিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :   উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিএনপি নেতাদের ওপর মিথ্যা দোষ চাপানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে উদাখালী ইউনিয়ন বিএনপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আল-আমিন ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণের অনিয়মের অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছেন।

উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, প্রকৃতপক্ষে চেয়ারম্যান আল-আমিনই দুর্নীতির দায় এড়াতে সাধারণ মানুষকে গোডাউনের ভেতরে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা চেয়ারম্যানের অনিয়মের আসল চিত্র তুলে ধরেছে।

বিএনপি নেতারা বলেন, “আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সঙ্গে, আওয়ামী লীগের দোসর এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ ও তার অনিয়মের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।”

তারা আরও জানান, জনগণের সঙ্গে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

উদাখালী ইউনিয়ন বিএনপি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে, যাতে প্রকৃত দোষীরা দণ্ডিত হয় এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা যায়। তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।”

উল্লেখ্য, চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতাদের প্রতিব

প্রকাশের সময়: ১১:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিশেষ প্রতিনিধি :   উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিএনপি নেতাদের ওপর মিথ্যা দোষ চাপানোর প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে উদাখালী ইউনিয়ন বিএনপি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আল-আমিন ও তার সহযোগীরা পরিষদের চাল বিতরণের অনিয়মের অভিযোগ থেকে জনগণের দৃষ্টি সরাতে বিএনপি নেতাদের দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছেন।

উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান এক যৌথ বিবৃতিতে জানান, প্রকৃতপক্ষে চেয়ারম্যান আল-আমিনই দুর্নীতির দায় এড়াতে সাধারণ মানুষকে গোডাউনের ভেতরে ঢুকিয়ে স্লিপ ছাড়াই চাল নিতে উৎসাহিত করেন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা চেয়ারম্যানের অনিয়মের আসল চিত্র তুলে ধরেছে।

বিএনপি নেতারা বলেন, “আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সঙ্গে, আওয়ামী লীগের দোসর এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ ও তার অনিয়মের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।”

তারা আরও জানান, জনগণের সঙ্গে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

উদাখালী ইউনিয়ন বিএনপি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে, যাতে প্রকৃত দোষীরা দণ্ডিত হয় এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা যায়। তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না ঘটে।”

উল্লেখ্য, চেয়ারম্যান আল-আমিনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।