সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার বরাবরে এস আই রাকিবের বিরুদ্ধে চাদাবজি এবং মোবাইল ছিনিয়ে নেযার অভিযোগ

বিশেষ প্রতিনিধি : এস আই রাকিবের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ দায়ের।

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিযনের নশরৎপুর ইন্দ্রার পাড় এলাকার মৃত নায়েব উদ্দিনেরপুত্র সোহেল রানা পুলিশ সুপার বরাবরে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানাযায় সোহেল রানা একজন ক্ষুদ্র ইট বালু পাথর ব্যবসায়ী। দির্ঘদিন থেকে ব্যবসার সুবাদে বোয়ালী ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে স্তুপ করে রাখা তাহার ব্যক্তি মালিকানাধীন মাটি রাখা রহিয়াছে। সেখান থেকে বিভিন্ন সময় মাটি বিক্রী করিত।

এরই সুত্র ধরে গেল রাত আনুমানিক ১ টার দিকে অভিযুক্ত এস আই রাকিব সহ দু জন সাদা পোষাকে উক্ত স্থানে গিয়ে ব্যবসায়ি সোহেল রানাকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ মামলার হুমকি ধামকি প্রদান করে নগদ ৫ হাজার টাকা জোরপুর্বক নিয়ে আসে এবং সকালে থানায় দেখা করতে বলে।

উক্ত ব্যবসায়ী সোহেল রানা ভীত সন্ত্রস্থ হয়ে সকালে আবরো থানায় আসে এবং সেখানে এস আই রাকিব আবারো এক লক্ষ টাকা দাবি করে। উাক্ত একলক্ষ টাকা দাবির কথোপকথন মোবাইলে রের্কড করা হলে বিষয়টি টের পায়। তাৎক্ষনিক এস আই রাকিব মোবাইলটি ছিনিয়ে নিয়ে মামলায় জড়ানোর ভয় ভীতি প্রদর্শন করে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত এস আই রাকিবের সাথে কথা বললে তিনি মোবাইল নেয়ার বিষয়টি স্বীকার করলেও টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

অপরদিকে অভিযোগকারি সোহেল রানার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতার কথা বলে জানান, এই এস আই মাঝে মাঝেই আমাকে নানা ভাবে হয়রনী করত সর্বশেষ গতরাতে টাকা নেযার পরও আবার আমার কাছে পুনরায় ১ লক্ষ টাকা দাবি করে আর আমার ফোনটি ছিনিয়ে নেযার কারনেই পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছি। এখন দেখার বিষয় পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহন করে। সোহেল রানা আরো জানান আমি প্রযোজনে আইজি ডি আইজি বরাবরে অভিযোগ করব।

জনপ্রিয়

বছরের প্রথম কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রাম

পুলিশ সুপার বরাবরে এস আই রাকিবের বিরুদ্ধে চাদাবজি এবং মোবাইল ছিনিয়ে নেযার অভিযোগ

প্রকাশের সময়: ০৩:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বিশেষ প্রতিনিধি : এস আই রাকিবের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ দায়ের।

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিযনের নশরৎপুর ইন্দ্রার পাড় এলাকার মৃত নায়েব উদ্দিনেরপুত্র সোহেল রানা পুলিশ সুপার বরাবরে এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানাযায় সোহেল রানা একজন ক্ষুদ্র ইট বালু পাথর ব্যবসায়ী। দির্ঘদিন থেকে ব্যবসার সুবাদে বোয়ালী ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে স্তুপ করে রাখা তাহার ব্যক্তি মালিকানাধীন মাটি রাখা রহিয়াছে। সেখান থেকে বিভিন্ন সময় মাটি বিক্রী করিত।

এরই সুত্র ধরে গেল রাত আনুমানিক ১ টার দিকে অভিযুক্ত এস আই রাকিব সহ দু জন সাদা পোষাকে উক্ত স্থানে গিয়ে ব্যবসায়ি সোহেল রানাকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ মামলার হুমকি ধামকি প্রদান করে নগদ ৫ হাজার টাকা জোরপুর্বক নিয়ে আসে এবং সকালে থানায় দেখা করতে বলে।

উক্ত ব্যবসায়ী সোহেল রানা ভীত সন্ত্রস্থ হয়ে সকালে আবরো থানায় আসে এবং সেখানে এস আই রাকিব আবারো এক লক্ষ টাকা দাবি করে। উাক্ত একলক্ষ টাকা দাবির কথোপকথন মোবাইলে রের্কড করা হলে বিষয়টি টের পায়। তাৎক্ষনিক এস আই রাকিব মোবাইলটি ছিনিয়ে নিয়ে মামলায় জড়ানোর ভয় ভীতি প্রদর্শন করে।

বিষয়টি নিয়ে অভিযুক্ত এস আই রাকিবের সাথে কথা বললে তিনি মোবাইল নেয়ার বিষয়টি স্বীকার করলেও টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

অপরদিকে অভিযোগকারি সোহেল রানার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতার কথা বলে জানান, এই এস আই মাঝে মাঝেই আমাকে নানা ভাবে হয়রনী করত সর্বশেষ গতরাতে টাকা নেযার পরও আবার আমার কাছে পুনরায় ১ লক্ষ টাকা দাবি করে আর আমার ফোনটি ছিনিয়ে নেযার কারনেই পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছি। এখন দেখার বিষয় পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহন করে। সোহেল রানা আরো জানান আমি প্রযোজনে আইজি ডি আইজি বরাবরে অভিযোগ করব।