বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ পরিবারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ- ইফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া শহিদ  রাজিব উল করিম সরকারের পরিবারের সাথে গণ-ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয় কুমর গ্রামের নিজ বাসায় আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ জেলার নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন,” জুলাই অভ্যুত্থান কে আমাদের অস্বীকার করার কোন কারণ নেই। রাজিবের মত অনেক শহীদের  আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না। জুলাইসহ সকল শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শহীদদের আকাঙ্খাকে আমাদের পূরণ করতে হবে।” তিনি আরো বলেন, ” আজ অনেকেই জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। শহীদদের অসম্মান করছে। জুলাই বিপ্লবকে অস্বীকার করা যাবে না। এদেশে এক সময় মুজিববাদ ছিল। তারাই ফ্যাসিজ তৈরি করেছে। আগামী দিনগুলোতে আমরা কোন ফ্যাসিস তৈরি হতে দিব না। যদি কেউ ফ্যাসিস ইচ্ছা করে আপনারাই তাদের প্রতিহত করবেন।”

গনস্টার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে রাজিবের পিতা মো. রেজাউল করিম সরকার বলেন, “জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশ থেকে ফ্যাসিস্টরা চলে গিয়েছে। কিন্তু এখনো তাদের দোসরা এখনও আছে। আমরা আর এই দেশে ফ্যাশির শাসক চাই না। চাইনা আমার ছেলের মত আরো কোন ছেলের শহীদ হউক। এ দেশে যাতে পুনরায় আবার ফ্যাসিস্ট মাথা জ্বালা দিতে না পারে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক মোজাম্মেল বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক সাদিকুর রহমান, বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের কু‌ড়িগ্রা‌ম জেলা ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী প্রমূখ।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

শহীদ পরিবারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ- ইফতার

প্রকাশের সময়: ১২:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া শহিদ  রাজিব উল করিম সরকারের পরিবারের সাথে গণ-ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয় কুমর গ্রামের নিজ বাসায় আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ জেলার নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন,” জুলাই অভ্যুত্থান কে আমাদের অস্বীকার করার কোন কারণ নেই। রাজিবের মত অনেক শহীদের  আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার অর্জনকে ম্লান হতে দেয়া যাবে না। জুলাইসহ সকল শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শহীদদের আকাঙ্খাকে আমাদের পূরণ করতে হবে।” তিনি আরো বলেন, ” আজ অনেকেই জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। শহীদদের অসম্মান করছে। জুলাই বিপ্লবকে অস্বীকার করা যাবে না। এদেশে এক সময় মুজিববাদ ছিল। তারাই ফ্যাসিজ তৈরি করেছে। আগামী দিনগুলোতে আমরা কোন ফ্যাসিস তৈরি হতে দিব না। যদি কেউ ফ্যাসিস ইচ্ছা করে আপনারাই তাদের প্রতিহত করবেন।”

গনস্টার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে রাজিবের পিতা মো. রেজাউল করিম সরকার বলেন, “জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এদেশ থেকে ফ্যাসিস্টরা চলে গিয়েছে। কিন্তু এখনো তাদের দোসরা এখনও আছে। আমরা আর এই দেশে ফ্যাশির শাসক চাই না। চাইনা আমার ছেলের মত আরো কোন ছেলের শহীদ হউক। এ দেশে যাতে পুনরায় আবার ফ্যাসিস্ট মাথা জ্বালা দিতে না পারে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক মোজাম্মেল বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক সাদিকুর রহমান, বৈষম্যবি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের কু‌ড়িগ্রা‌ম জেলা ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী প্রমূখ।