বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্লিনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি : রংপুর শহরের একটি ক্লিনিকে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাসিন্দা মাহে আলম সরকার জুয়েল এবং মানিক মিয়া।

ঘটনাটি ঘটেছে গেল ১৪ মে  রংপুর সড়ক ভবনের বিপরীতে অবস্থিত সেবা ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, মাহে আলম তাকে জোরপূর্বক একটি ফাঁকা রুমে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় মানিক মিয়া কক্ষের বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী ২০ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যার নম্বর ১৬-২৫। অভিযুক্ত মাহে আলম স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।”

বিষয়টি নিয়ে রংপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”

এদিকে, স্থানীয় এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ক্লিনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশের সময়: ০৮:২২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

বিশেষ প্রতিনিধি : রংপুর শহরের একটি ক্লিনিকে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাসিন্দা মাহে আলম সরকার জুয়েল এবং মানিক মিয়া।

ঘটনাটি ঘটেছে গেল ১৪ মে  রংপুর সড়ক ভবনের বিপরীতে অবস্থিত সেবা ক্লিনিকের দ্বিতীয় তলার একটি কক্ষে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, মাহে আলম তাকে জোরপূর্বক একটি ফাঁকা রুমে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় মানিক মিয়া কক্ষের বাইরে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী ২০ মে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যার নম্বর ১৬-২৫। অভিযুক্ত মাহে আলম স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।”

বিষয়টি নিয়ে রংপুর জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় মামলাটি দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”

এদিকে, স্থানীয় এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।