বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

পরে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার একজন কর্মকর্তা বাদী হয়ে হাট ইজারাদার ফরিদুল হক শাহীনের নামে মামলা করেন। আজ রোববার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নিশ্চিত করেছেন।

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। এসময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে উপস্থিত স্থানীয় জনগণ তাঁদের অভিযোগ করে। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে অভিযোগের সত‍্যতা পায়।

হাট ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি পরিমাণ অর্থ আদায় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত হাসিলের বেশি পরিমান চাঁদা আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে প্রথমে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন ভূমি কার্যালয়ের একজন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাঁকে কুড়িগ্রামে আদালতে সোপর্দ করা হবে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৯:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে।

পরে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার একজন কর্মকর্তা বাদী হয়ে হাট ইজারাদার ফরিদুল হক শাহীনের নামে মামলা করেন। আজ রোববার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নিশ্চিত করেছেন।

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। এসময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে উপস্থিত স্থানীয় জনগণ তাঁদের অভিযোগ করে। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে অভিযোগের সত‍্যতা পায়।

হাট ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি পরিমাণ অর্থ আদায় ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত হাসিলের বেশি পরিমান চাঁদা আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে প্রথমে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন ভূমি কার্যালয়ের একজন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাঁকে কুড়িগ্রামে আদালতে সোপর্দ করা হবে।