বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনের রহস্যজনক নীরবতায়  সদরের খোলাহাটি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মাদকের রমরমা বাণিজ্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার, হাসেম বাজার, দুলালেরভিটা, ছয়ঘড়িয়া ও কুমারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রকাশ্যে বেচাকেনা চললেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা বা নিয়মিত অভিযান পরিচালনা না করায় জনমনে চলছে নানা গুঞ্জন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এসব মাদক ব্যবসার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের পর দিন অবাধে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুবসমাজ, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন —“আমার ছেলেটা আগে পড়ালেখায় ভালো ছিল। এখন রাতে ঘুরে বেড়ায়, কথা শোনে না। ভয় হয়, যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।”

অন্যদিকে এক প্রবীণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন —“এলাকার সবাই জানে কারা মাদক বিক্রি করে, কোন দোকানে বসে চলে এসব অবৈধ কারবার— কিন্তু প্রশাসনের নিরাবতায় এরা মাথায় উঠে বসেছে।

তবে মাঝে মাঝে লোক দেখানো অভিযান হলেও তাতে কোনো লাভ হচ্ছে না ।

এই পরিস্থিতিতে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে। স্থানীয়রা দ্রুত মাদকবিরোধী জোরালো অভিযান এবং মাদকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা দাবি করছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

প্রশাসনের রহস্যজনক নীরবতায়  সদরের খোলাহাটি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মাদকের রমরমা বাণিজ্য

প্রকাশের সময়: ০২:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার, হাসেম বাজার, দুলালেরভিটা, ছয়ঘড়িয়া ও কুমারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এসব এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের প্রকাশ্যে বেচাকেনা চললেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা বা নিয়মিত অভিযান পরিচালনা না করায় জনমনে চলছে নানা গুঞ্জন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এসব মাদক ব্যবসার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তারা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের পর দিন অবাধে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার যুবসমাজ, বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন —“আমার ছেলেটা আগে পড়ালেখায় ভালো ছিল। এখন রাতে ঘুরে বেড়ায়, কথা শোনে না। ভয় হয়, যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে।”

অন্যদিকে এক প্রবীণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন —“এলাকার সবাই জানে কারা মাদক বিক্রি করে, কোন দোকানে বসে চলে এসব অবৈধ কারবার— কিন্তু প্রশাসনের নিরাবতায় এরা মাথায় উঠে বসেছে।

তবে মাঝে মাঝে লোক দেখানো অভিযান হলেও তাতে কোনো লাভ হচ্ছে না ।

এই পরিস্থিতিতে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে। স্থানীয়রা দ্রুত মাদকবিরোধী জোরালো অভিযান এবং মাদকের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা দাবি করছেন।