বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ছিনতাই

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে,ধরালো অস্ত্রের মুখে জিস্মি করে এ্যারিস্টো ফার্মার  বিক্রয় প্রতিনিধির পালসার ১৫০সিসি মোটরসাইকেল ছিনতাই করেছে দু’বৃর্ত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে এ্যারিস্টো ফার্মার রংপুর অঞ্চলের বিক্রয় প্রতিনিধি আপেল মাহমুদ  গেল রাত সাড়ে ১২টার দিকে, স্বস্ত্রীক গ্রামের বাড়ী গোবিন্দগঞ্জের মহানগর আসার পথে পলাশবাড়ী উপজেলার জুনদহ ব্রীজ এলাকায় ৫/৭ জনের একদল দু’বৃর্ত্ত একটি পিকাপ দিয়ে প্রথমে চলন্ত মোটরসাইকেলের পিছন চাপ দিয়ে গতিরোধ করে,পরে ধারলো অস্ত্র রাম দা,ছোরার মুখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনার পর,ক্ষতিগ্রস্ত গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মহানগর গ্রামের আপেল মাহমুদ বিষয়টি টহল পুলিশকে মৌখিক ভাবে অভিযোগ করেন ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন গণ উত্তরণ কে জানান, আমরা হাইওয়ে পুলিশ মাদক,সড়ক দু’ঘর্টনার মামলা তদন্ত করি, ডাকাতি, ছিনতাই,চুরি মামলা থানা পুলিশ তদন্ত করে আপনি থানা পুলিশের সাথে কথা বলেন। এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভূট্টো বলেন  অভিযোগ পাইনি,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল ছিনতাই

প্রকাশের সময়: ০৩:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে,ধরালো অস্ত্রের মুখে জিস্মি করে এ্যারিস্টো ফার্মার  বিক্রয় প্রতিনিধির পালসার ১৫০সিসি মোটরসাইকেল ছিনতাই করেছে দু’বৃর্ত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে এ্যারিস্টো ফার্মার রংপুর অঞ্চলের বিক্রয় প্রতিনিধি আপেল মাহমুদ  গেল রাত সাড়ে ১২টার দিকে, স্বস্ত্রীক গ্রামের বাড়ী গোবিন্দগঞ্জের মহানগর আসার পথে পলাশবাড়ী উপজেলার জুনদহ ব্রীজ এলাকায় ৫/৭ জনের একদল দু’বৃর্ত্ত একটি পিকাপ দিয়ে প্রথমে চলন্ত মোটরসাইকেলের পিছন চাপ দিয়ে গতিরোধ করে,পরে ধারলো অস্ত্র রাম দা,ছোরার মুখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনার পর,ক্ষতিগ্রস্ত গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মহানগর গ্রামের আপেল মাহমুদ বিষয়টি টহল পুলিশকে মৌখিক ভাবে অভিযোগ করেন ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন গণ উত্তরণ কে জানান, আমরা হাইওয়ে পুলিশ মাদক,সড়ক দু’ঘর্টনার মামলা তদন্ত করি, ডাকাতি, ছিনতাই,চুরি মামলা থানা পুলিশ তদন্ত করে আপনি থানা পুলিশের সাথে কথা বলেন। এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভূট্টো বলেন  অভিযোগ পাইনি,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।