বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রাম্যামান অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে বাঙালি নদীর শাখায় পানির প্রবাহ রোধ করে নিষিদ্ধ ঘোষিত খরা জাল(ফিক্সড)ইঞ্জিনের মাধ্যমে বেশ কিছুদিন থেকেই স্থানীয় প্রভাশালীদের ছত্র-ছায়ায় দেশীয় সকল প্রজাতির পোনা থেকে সব শ্রেনীর মাছ নিধনে ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে প্রশাসন।

এতে অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে,প্রশাসনের অভিযানের টিমের দুই সদস্যকে আহত করে, এবং সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে।

প্রশাসনের অভিযানে টিমের উপর হামলার ন্যাক্কার জনক এই ঘটনায় ৭দিনেও মামলা রেকর্ড না হওয়ায় জনমনে প্রশ্ন উঠে।

অদৃশ্য কারনে  মামলার বাদী পুন:রায় মামলা রেকর্ডের কপি চাইলে, এজাহার কপিটি সংশ্লিষ্ট বীটের এস আই  পকেটস্থ করে রেখেছিল তবে কেন কোন কারনে তা জানা যায় নি।

অফিসার ইনচার্জ এজাহার কপিটি নিয়ে আজ বিকাল ৩টা ২৫ মিনিটে মামলা রেকর্ড ভুক্ত করেন। যাহার নং জি আর ৪২৩ । আজ এই মামলার কপি আদালতে প্রেরন করা হয়। এই মামলায় হামালাকারী ২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/১৬জনকে আসামী করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণ উত্তরণ কে জানান, এজাহার কপিটি তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে মিসিং হয়েছিল। মামলার বাদী গতকাল এসেছিল, কপিটি পেয়ে মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য: গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গত রোববার বিকাল সাড়ে ৪ টায়, মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর বাঙালি শাখা নদীতে খরা জাল(ফিক্সড)ইঞ্জিনের বিরুদ্ধে অভিযান শুরু করেন।এ অভিযান চলাকালে ১০/১৫ জনের এক সঙ্গবদ্ধদল অভিযানে অংশ টিমের সদস্যদের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা করে, অভিযানে বাঁধা প্রদান করেন। এতে হাসান ও নবানু নামের দুই ব্যক্তি আহত হলে,তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ভ্রাম্যামান অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের

প্রকাশের সময়: ১০:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে বাঙালি নদীর শাখায় পানির প্রবাহ রোধ করে নিষিদ্ধ ঘোষিত খরা জাল(ফিক্সড)ইঞ্জিনের মাধ্যমে বেশ কিছুদিন থেকেই স্থানীয় প্রভাশালীদের ছত্র-ছায়ায় দেশীয় সকল প্রজাতির পোনা থেকে সব শ্রেনীর মাছ নিধনে ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে প্রশাসন।

এতে অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে,প্রশাসনের অভিযানের টিমের দুই সদস্যকে আহত করে, এবং সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে।

প্রশাসনের অভিযানে টিমের উপর হামলার ন্যাক্কার জনক এই ঘটনায় ৭দিনেও মামলা রেকর্ড না হওয়ায় জনমনে প্রশ্ন উঠে।

অদৃশ্য কারনে  মামলার বাদী পুন:রায় মামলা রেকর্ডের কপি চাইলে, এজাহার কপিটি সংশ্লিষ্ট বীটের এস আই  পকেটস্থ করে রেখেছিল তবে কেন কোন কারনে তা জানা যায় নি।

অফিসার ইনচার্জ এজাহার কপিটি নিয়ে আজ বিকাল ৩টা ২৫ মিনিটে মামলা রেকর্ড ভুক্ত করেন। যাহার নং জি আর ৪২৩ । আজ এই মামলার কপি আদালতে প্রেরন করা হয়। এই মামলায় হামালাকারী ২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/১৬জনকে আসামী করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণ উত্তরণ কে জানান, এজাহার কপিটি তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে মিসিং হয়েছিল। মামলার বাদী গতকাল এসেছিল, কপিটি পেয়ে মামলা রেকর্ড ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য: গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গত রোববার বিকাল সাড়ে ৪ টায়, মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর বাঙালি শাখা নদীতে খরা জাল(ফিক্সড)ইঞ্জিনের বিরুদ্ধে অভিযান শুরু করেন।এ অভিযান চলাকালে ১০/১৫ জনের এক সঙ্গবদ্ধদল অভিযানে অংশ টিমের সদস্যদের উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা করে, অভিযানে বাঁধা প্রদান করেন। এতে হাসান ও নবানু নামের দুই ব্যক্তি আহত হলে,তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।