বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিবাদ সমাবেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায়  শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গেল ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে দূর সম্পর্কের ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। আমাদের সেই বোন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, গাইবান্ধাসহ সারাদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী-শিশু নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ।

তাই অবিলম্বে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,  একুশে টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা,ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সংগঠক মোখলেছুর রহমান,কল্লোল বর্মন প্রমুখ।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময়: ১২:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায়  শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, গেল ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে দূর সম্পর্কের ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। আমাদের সেই বোন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, গাইবান্ধাসহ সারাদেশে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী-শিশু নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ।

তাই অবিলম্বে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে সারাদেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,  একুশে টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা,ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সংগঠক মোখলেছুর রহমান,কল্লোল বর্মন প্রমুখ।