বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিমানে না রহস্যে? এসকেএস কর্মকর্তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এক সহকারী ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে বিল্লাল হোসেন (৩৫) নামে ওই এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল হোসেন পঞ্চগড় জেলার বাসিন্দা এবং এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, “আমি বর্তমানে ছুটিতে আছি। তবে শুনেছি, নিহত বিল্লালের পারিবারিক জীবনে কিছু সমস্যা চলছিল। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যও ছিল। হয়তো সেই অভিমানে সে এ চরম সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করি। তার অফিস কক্ষের ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।”

তবে এ মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

অভিমানে না রহস্যে? এসকেএস কর্মকর্তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রকাশের সময়: ০৬:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এক সহকারী ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে বিল্লাল হোসেন (৩৫) নামে ওই এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল হোসেন পঞ্চগড় জেলার বাসিন্দা এবং এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখায় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এসকেএস ফাউন্ডেশনের ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, “আমি বর্তমানে ছুটিতে আছি। তবে শুনেছি, নিহত বিল্লালের পারিবারিক জীবনে কিছু সমস্যা চলছিল। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যও ছিল। হয়তো সেই অভিমানে সে এ চরম সিদ্ধান্ত নিয়েছে।”

এদিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করি। তার অফিস কক্ষের ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।”

তবে এ মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।