বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতির বন্যা আসিফ আকবরের

ক্রিকেটের মান উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে সর্বাত্মক কাজ করছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এলাকায় এলাকায় ক্রিকেটের জোয়ার তৈরি করতে হবে। পাড়া-মহল্লার ক্লাব ও সংগঠনগুলোকে নিয়মিত ক্রিকেট খেলার আয়োজনে উৎসাহিত করতে হবে, সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেবে বিসিবি।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পাইনে এসব কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

তিনি বলেন, খুদে ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটার হিসাবে তৈরিতে যা যা প্রয়োজন করা হবে। প্রত্যেকটি স্টেডিয়াম ও বিকল্প খেলার মাঠ তৈরি করতে হবে, যাতে বছরে অন্তত ৮ মাস ক্রিকেট খেলা চলে।

ক্রিকেটে নতুন জোয়ারের স্বপ্ন দেখালেন আসিফ আকবর

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক মো. হাসানুজ্জামান, সদস্য সচিব মো. আরমান উল ইসলাম, আম্পায়ার মো. সাকির হোসেনসহ জেলা ক্রিড়া সংস্থার নেতারা।

সভায় ক্রিকেট খেলোয়ার, ক্রিড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ক্রিকেটের উন্নয়নে ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

এর আগে গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গাইবান্ধায় ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতির বন্যা আসিফ আকবরের

প্রকাশের সময়: ০৪:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ক্রিকেটের মান উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে সর্বাত্মক কাজ করছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এলাকায় এলাকায় ক্রিকেটের জোয়ার তৈরি করতে হবে। পাড়া-মহল্লার ক্লাব ও সংগঠনগুলোকে নিয়মিত ক্রিকেট খেলার আয়োজনে উৎসাহিত করতে হবে, সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা দেবে বিসিবি।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পাইনে এসব কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

তিনি বলেন, খুদে ক্রিকেটারদের পেশাদার ক্রিকেটার হিসাবে তৈরিতে যা যা প্রয়োজন করা হবে। প্রত্যেকটি স্টেডিয়াম ও বিকল্প খেলার মাঠ তৈরি করতে হবে, যাতে বছরে অন্তত ৮ মাস ক্রিকেট খেলা চলে।

ক্রিকেটে নতুন জোয়ারের স্বপ্ন দেখালেন আসিফ আকবর

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিসিবির পরিচালক মো. হাসানুজ্জামান, সদস্য সচিব মো. আরমান উল ইসলাম, আম্পায়ার মো. সাকির হোসেনসহ জেলা ক্রিড়া সংস্থার নেতারা।

সভায় ক্রিকেট খেলোয়ার, ক্রিড়া সংস্থা ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা ক্রিকেটের উন্নয়নে ও সীমাবদ্ধতা তুলে ধরেন।

এর আগে গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।