বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫৩ ফুট উচ্চ শ্রীকৃষ্ণ বিগ্রহের উদ্বোধন ২৭ নভেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু শ্রীকৃষ্ণের বিগ্রহ। আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  ৫৩ ফুট উচ্চতার এ মহাবিগ্রহের।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। তিনি আয়োজকদের সঙ্গে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে নির্মিত এ বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট—যা বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণ বিগ্রহ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনকে কেন্দ্র করে দেশ-বিদেশের সনাতনী ভক্তদের ব্যাপক সমাগমের সম্ভাবনা থাকায় প্রশাসন, মন্দির কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের উদ্যোগে ২৭–২৯ নভেম্বর তিন দিনব্যাপী বড় আয়োজন করা হয়েছে। আয়োজনে প্রথম দিন ২৭ নভেম্বর গীতাপাঠ করবেন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং বৃন্দাবন-মথুরা থেকে আগত শ্রী রাধা মাধব। দেশ-বিদেশের ভক্তগণের অংশগ্রহণে লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার কোনো প্রসাদের প্রণামী নেওয়া হবে না; তবে মন্দিরের উন্নয়নের জন্য ভক্তরা ইচ্ছামতো সহযোগিতা করতে পারবেন। দ্বিতীয় দিন ২৮ নভেম্বর থাকবে লীলা কীর্তন, বটবৃক্ষ বিবাহ, ধর্মসভা এবং ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মহাধর্মসভা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

৫৩ ফুট উচ্চ শ্রীকৃষ্ণ বিগ্রহের উদ্বোধন ২৭ নভেম্বর

প্রকাশের সময়: ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু শ্রীকৃষ্ণের বিগ্রহ। আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  ৫৩ ফুট উচ্চতার এ মহাবিগ্রহের।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। তিনি আয়োজকদের সঙ্গে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে নির্মিত এ বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট—যা বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণ বিগ্রহ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনকে কেন্দ্র করে দেশ-বিদেশের সনাতনী ভক্তদের ব্যাপক সমাগমের সম্ভাবনা থাকায় প্রশাসন, মন্দির কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের উদ্যোগে ২৭–২৯ নভেম্বর তিন দিনব্যাপী বড় আয়োজন করা হয়েছে। আয়োজনে প্রথম দিন ২৭ নভেম্বর গীতাপাঠ করবেন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং বৃন্দাবন-মথুরা থেকে আগত শ্রী রাধা মাধব। দেশ-বিদেশের ভক্তগণের অংশগ্রহণে লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, বৃহস্পতিবার কোনো প্রসাদের প্রণামী নেওয়া হবে না; তবে মন্দিরের উন্নয়নের জন্য ভক্তরা ইচ্ছামতো সহযোগিতা করতে পারবেন। দ্বিতীয় দিন ২৮ নভেম্বর থাকবে লীলা কীর্তন, বটবৃক্ষ বিবাহ, ধর্মসভা এবং ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে মহাধর্মসভা।