
দেশের অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের অস্তিত্ব রক্ষা ও টি.ও লাইসেন্স বহাল রাখার দাবিতে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SBA), গাইবান্ধা জেলা শাখা-এর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তন (ডিবি রোড) প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বক্তারা জানান, মাননীয় কৃষি উপদেষ্টার সাম্প্রতিক ঘোষণায় দেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত ও পেশাটিকে বিলুপ্ত করার ইঙ্গিত পাওয়ায় সারা দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে উদ্বিগ্ন, উদ্বাস্তু ও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে বলা হয়—খুচরা সার বিক্রেতারা ৩০ বছরেরও বেশি সময় ধরে পৈতৃকসূত্রে প্রাপ্ত বৈধ ব্যবসা পরিচালনা করে আসছেন।তারা ৩০-৪০ লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের বাকি দিয়ে সার সরবরাহ করে থাকেন, যা দেশের পাঁচ কোটি কৃষকের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উপজেলা কৃষি অফিসারের সুপারিশে সরকার কর্তৃক অনুমোদিত আইডি কার্ড, লাইসেন্স, ৩০,০০০ টাকার জামানত জমাদানসহ সব সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সার সিন্ডিকেট প্রতিরোধ ও কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন খুচরা বিক্রেতারাই।
বক্তারা অভিযোগ করেন—বিগত সরকারের সময় সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করার কারণে তারা বহু বছর বৈষম্যের শিকার হয়েছেন। অথচ বর্তমান কর্তৃপক্ষ হঠাৎ করে তাদের পেশা বন্ধ করে দিলে তারা পরিবার-পরিজন নিয়ে পথে বসতে বাধ্য হবেন।
আলোচনা আমজাদ হোসেন এর সঞ্চালনায় এবং সামছুল সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,খুচরাসার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি দিপক কুমার পাল,প্রভাত চন্দ্র সাহা, আবু সাহিন আমির, দেলোয়ার হোসেন, ছামছুল হক,আইয়ুব আলী আকন্দ প্রমুখ।
বক্তারা বলেন— “আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। দোকান ভাড়া, কর্মচারী বেতন, সংসার সবই এই আয়ের উপর নির্ভরশীল। পেশা বন্ধ করে দিলে আমাদের রাস্তায় নামা ছাড়া কোনো পথ থাকবে না।”
দেশের খাদ্য নিরাপত্তা, কৃষক সেবা ও খুচরা সার বিক্রেতাদের জীবিকার স্বার্থে তাদের আইডি কার্ড এবং টি.ও লাইসেন্স বহাল রাখার জন্য তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 








