
নেতা কর্তৃক নিরীহ চরবাসীর ওপর গুলি ও হত্যাচেষ্টার প্রতিবাদে ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গেল শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে আলগার চরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিপুল সংখ্যক চরবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, শাহ জামাল মেম্বার, সাইফুল মাস্টার, সবুজ ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন—আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের মহড়া ও চাঁদাবাজিতে জড়িত।
বক্তারা বলেন, “চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামানের হাতে অবৈধ অস্ত্র থাকলেও পুলিশ কেন তাকে গ্রেফতার করছে না—তা এখন বড় প্রশ্ন।” তারা দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চরবাসীদের অভিযোগ, সাইদুজ্জামান নিষিদ্ধ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রভাবশালী হওয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছে না। মানববন্ধন থেকে অবিলম্বে তার গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 


















