
রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে উচ্চমাত্রার অ্যালকোহল বিক্রির একটি গোপন নেটওয়ার্কের ওপর অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫, সিপিএসসি।গেল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম আরিফুল হক (৩৫)। বাড়ি তানোর উপজেলার মালশিরা এলাকায়।র্যাব জানায়, সে বেশ কিছুদিন ধরে হোমিওপ্যাথিক বোতলের মতো দেখতে পাত্রে ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত মাদক সংগ্রহ ও বিক্রি করছিল। অভিযানের সময় তার কাছ থেকে ৭২ বোতল অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
গোপন তথ্য পাওয়ার পর র্যাবের একটি দল কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে তথ্য নিশ্চিত হলে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালানো হয়।তার বহন করা বাজারের ব্যাগ থেকেই নিষিদ্ধ অ্যালকোহলের বোতলগুলো পাওয়া যায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত এসব দ্রব্য অত্যন্ত প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন এলাকায় এসব নকল অ্যালকোহল সেবনে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, আরিফুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও যুবকদের কাছে এসব বিপজ্জনক অ্যালকোহল সরবরাহ করছিল। এ ঘটনায় শাহমখদুম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 
















