
জাতি গঠনের কারিগর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধায় নানা কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে শহরের প্রধান শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়।সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিকসহ বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের চিরন্তন প্রেরণা। তাঁদের স্বপ্নের অসাম্প্রদায়িক, মানবিক ও উন্নত সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
নিজস্ব প্রতিবেদক 
















