
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় মাজারের মাহফিলের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল–ঘুষিতে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
আজ সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সখের বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আহমাদ আলী (৫০)। তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর নয়নসুখ গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজার এলাকার একটি মাজারে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে বিতরণ করা খিচুড়ি সুন্দরগঞ্জ উপজেলার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তার ভাই মনু মিয়া আহমাদ আলীকে দেন।
অভিযোগ রয়েছে, খিচুড়ি ছিল পোড়া ও খাওয়ার অনুপযোগী।আজ সকালে আহমাদ আলী তার হোমিও ওষুধের দোকানের সামনে রেনু আহমেদ ও মনু মিয়াকে দেখতে পান।
এ সময় তিনি তাদের কাছে খাওয়ার অযোগ্য পোড়া খিচুড়ি দেওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রেনু ও মনু আহমাদ আলীর ওপর এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে দোকানের সামনেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত আহমাদ আলীকে উদ্ধার করে নিকটবর্তী এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিদ্রোহ কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 














