
আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ঘটে গেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা।অসতর্কভাবে গাছ কাটার সময় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই নিষ্পাপ শিশু।
নিহতরা হলো—স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফারহানা জান্নাত ফিহা (১২) এবং তার দুই বছরের ছোট বোন জান্নাতি। তাদের পিতা ফরিদ পেশায় একজন চা ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলে স্বজন ও এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার আগেই খবর আসে, পার্শ্ববর্তী মতিয়ার রহমানের বাড়ির সামনে একটি গাছ কাটার কাজ চলছিল।
অভিযোগ উঠেছে, মতিউর রহমানের—বনাই আব্দুস সাত্তার ও তার ভাই মধু—কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই, দড়ি বা সাপোর্ট ব্যবহার না করে গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ করে গাছটি ভেঙে পড়ে এবং তার নিচে চাপা পড়ে যায় শিশু দু’টি।
স্থানীয় ও পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গাছের ডালপালা ও পাতা দিয়ে চাপা পড়া শিশুদের ঢেকে রাখা হয়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে এবং এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে গাছের নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তারা নিথর হয়ে পড়ে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো রঘুনাথপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যুতে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ, শোক আর কান্নার রোল উঠেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত শ্রী সুমঙ্গল কুমার দাশ জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 













