ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পাইকারি দামের বৃদ্ধির কারণে পুরনো কাপড়ের দামও বেড়েছে, ফলে নিম্ন-আয়ের মানুষের ওপর চাপ পড়ছে। শীতের কারণে শ্রমজীবী মানুষের আয়ও কমে গেছে।অনেকেই খড়কুটো, কাঠ বা পুরনো কাগজ জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন।

উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা শীতে কাঁপছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল বাতাসে সকাল থেকেই প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্ন-আয়ের মানুষ ও দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।দিন দিন শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হচ্ছে।
গরম কাপড়ের দোকান ও ফুটপাতের অস্থায়ী বাজারগুলোতে ক্রেতার ভিড় দেখা যাচ্ছে।রংপুর নগরের স্টেশন বাজার, জামাল মার্কেট, ছালেক মার্কেট ও হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন স্থানে নতুন ও পুরনো শীতবস্ত্রের কেনাবেচা চলছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে— দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১২.৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.৮, নীলফামারীর সৈয়দপুরে ১২.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৪, ঠাকুরগাঁওয়ে ১৩ ও গাইবান্ধায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে কুয়াশা কাটছে না, ফলে শীত আরো বাড়ছে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা কাটছে না এবং শীত জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে।
নিজস্ব প্রতিবেদক 














