বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা শীতে কাঁপছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল বাতাসে সকাল থেকেই প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্ন-আয়ের মানুষ ও দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।দিন দিন শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হচ্ছে।

গরম কাপড়ের দোকান ও ফুটপাতের অস্থায়ী বাজারগুলোতে ক্রেতার ভিড় দেখা যাচ্ছে।রংপুর নগরের স্টেশন বাজার, জামাল মার্কেট, ছালেক মার্কেট ও হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন স্থানে নতুন ও পুরনো শীতবস্ত্রের কেনাবেচা চলছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে— দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১২.৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.৮, নীলফামারীর সৈয়দপুরে ১২.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৪, ঠাকুরগাঁওয়ে ১৩ ও গাইবান্ধায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে কুয়াশা কাটছে না, ফলে শীত আরো বাড়ছে।

শীতের তীব্রতায় নিম্ন-আয়ের মানুষ পুরনো কাপড় কিনে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। রিকশাচালক শরিফুল ইসলাম বলেন, নতুন শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাই পুরনো জ্যাকেট দিয়ে কাজ চালাচ্ছি।

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পাইকারি দামের বৃদ্ধির কারণে পুরনো কাপড়ের দামও বেড়েছে, ফলে নিম্ন-আয়ের মানুষের ওপর চাপ পড়ছে। শীতের কারণে শ্রমজীবী মানুষের আয়ও কমে গেছে।অনেকেই খড়কুটো, কাঠ বা পুরনো কাগজ জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন।

শৈত্যপ্রবাহে হাসপাতালেও চাপ বাড়ছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান গণউত্তরণকে জানান, ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শিশু ও বয়স্কসহ প্রায় ২০০ রোগী শীতজনিত জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। এ সময় শীতজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা কাটছে না এবং শীত জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

উত্তরাঞ্চলে হিমেল বাতাস ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশের সময়: ০১:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা শীতে কাঁপছে। ঘন কুয়াশা ও তীব্র হিমেল বাতাসে সকাল থেকেই প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে নিম্ন-আয়ের মানুষ ও দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।দিন দিন শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনও প্রভাবিত হচ্ছে।

গরম কাপড়ের দোকান ও ফুটপাতের অস্থায়ী বাজারগুলোতে ক্রেতার ভিড় দেখা যাচ্ছে।রংপুর নগরের স্টেশন বাজার, জামাল মার্কেট, ছালেক মার্কেট ও হনুমানতলা এরশাদ হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন স্থানে নতুন ও পুরনো শীতবস্ত্রের কেনাবেচা চলছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে— দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১২.৬, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.৮, নীলফামারীর সৈয়দপুরে ১২.৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৪, ঠাকুরগাঁওয়ে ১৩ ও গাইবান্ধায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে কুয়াশা কাটছে না, ফলে শীত আরো বাড়ছে।

শীতের তীব্রতায় নিম্ন-আয়ের মানুষ পুরনো কাপড় কিনে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। রিকশাচালক শরিফুল ইসলাম বলেন, নতুন শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই, তাই পুরনো জ্যাকেট দিয়ে কাজ চালাচ্ছি।

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, পাইকারি দামের বৃদ্ধির কারণে পুরনো কাপড়ের দামও বেড়েছে, ফলে নিম্ন-আয়ের মানুষের ওপর চাপ পড়ছে। শীতের কারণে শ্রমজীবী মানুষের আয়ও কমে গেছে।অনেকেই খড়কুটো, কাঠ বা পুরনো কাগজ জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন।

শৈত্যপ্রবাহে হাসপাতালেও চাপ বাড়ছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান গণউত্তরণকে জানান, ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত শিশু ও বয়স্কসহ প্রায় ২০০ রোগী শীতজনিত জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। এ সময় শীতজনিত কারণে একজনের মৃত্যু হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা কাটছে না এবং শীত জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে।