
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(আজ) দুপুরে পলাশবাড়ি উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
বক্তব্যে অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক বলেন,“বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষার আপসহীন নেত্রী। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারিয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৮নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধান।এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাগীব হাদান সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক 















