
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আল মাহমুদ দীপু।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
গেল মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর জঙ্গলপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের পর ফুলপুকুরিয়া বাজারে দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং–৮) এজাহারভুক্ত আসামি হিসেবে দীপুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা। অভিযানে আরও অংশ নেন এসআই আনিসুর রহমান, মমিনুল ইসলামসহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে এসআই সেলিম রেজা বলেন, “নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দীপুকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
এদিকে ‘ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযানে আল মাহমুদ দীপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পুলিশ জানায়, সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 














