শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভু য়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া চলছে, তার সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্পষ্টভাবে বলেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা, বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করা হয়নি।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে সাংবাদিক কার্ডের নামে যে কোনো ধরনের আবেদন, ফরম বা কাগজপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, একটি অ্যাপস এক সময় পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে সীমিতভাবে ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগেই গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে।

এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে যুক্ত না হওয়ার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

জনপ্রিয়

জিরো থেকে হিরো আওয়ামী লীগ নেতার তিন ছাত্রলীগ-সংশ্লিষ্ট ছেলে ৫ আগস্টের পর প্রবাসে

error: Content is protected !!

নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভু য়া

প্রকাশের সময়: ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া চলছে, তার সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্পষ্টভাবে বলেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা, বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করা হয়নি।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে সাংবাদিক কার্ডের নামে যে কোনো ধরনের আবেদন, ফরম বা কাগজপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, একটি অ্যাপস এক সময় পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে সীমিতভাবে ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগেই গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে।

এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে যুক্ত না হওয়ার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।