শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজদেরও সম্মানজনক কাজ দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের ভয় না পেয়ে সমাজে সম্মানজনক কাজের মাধ্যমে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবে। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না, তোমার স্ত্রীকেও কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত ৫৪ বছরে দেশের নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদীগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “যদি চুরির টাকা ফেরত আনা যায় এবং নতুন চোরদের হাত বন্ধ করা যায়, তাহলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।” দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো লাল চোখকে ভয় করে না, আবার দেশের ওপর কারো খবরদারিও সহ্য করবে না।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, কাউকে ভাতা নয়, কাজ দেওয়া হবে। “আমরা মানুষকে ভিক্ষুক নয়, সম্পদে পরিণত করতে চাই।”

দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “শত নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আপনাদের সঙ্গে নিয়েই সামনে এগোতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এসব আসনে জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী না থাকায় সবগুলো আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ চেকপোস্ট, কঠোর তল্লাশি

error: Content is protected !!

চাঁদাবাজদেরও সম্মানজনক কাজ দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশের সময়: ০৩:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের ভয় না পেয়ে সমাজে সম্মানজনক কাজের মাধ্যমে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবে। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না, তোমার স্ত্রীকেও কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত ৫৪ বছরে দেশের নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদীগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে। নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “যদি চুরির টাকা ফেরত আনা যায় এবং নতুন চোরদের হাত বন্ধ করা যায়, তাহলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।” দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী কারো লাল চোখকে ভয় করে না, আবার দেশের ওপর কারো খবরদারিও সহ্য করবে না।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, কাউকে ভাতা নয়, কাজ দেওয়া হবে। “আমরা মানুষকে ভিক্ষুক নয়, সম্পদে পরিণত করতে চাই।”

দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, “শত নির্যাতনের পরও আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আপনাদের সঙ্গে নিয়েই সামনে এগোতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এসব আসনে জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী না থাকায় সবগুলো আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।