রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শব্দে-শ্রদ্ধায় স্মরণ: কবি আকতারুজ্জামান সুলতানের স্মৃতিতে সাহিত্যিক মিলনমেলা

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্যপ্রয়াত কবি ও লেখক আকতারুজ্জামান সুলতান-এর স্মরণে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল।

গতকাল শুক্রবার, ২৩ জানুয়ারি রংপুরে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সভাপতি নাসরিন নাজ।

অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা, বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক, কবি শোয়েব দুলাল, কবি ও সাংবাদিক ড. অখিল পোদ্দার, কবি এমাদ উদ্দিন আহমেদ, কবি আহসানুল হাবিব মণ্ডল, কবি আহসান হাবিব রবু, কবি ফাহমিদা আফরোজ জাহান, কবি সরকার অভি, মাহমুদুল ইসলাম আকাশ, কবি জিয়াউল আলম ফারুকী, কবি ছালমা হোসেন পপি, কবি সুফি জাহিদ হোসেন, কবি এটিএম মোর্শেদ, কবি ইরশাদ জামিল, কবি জুলফিকার আরাফাত পরশ, কবি নুসরাত উপমা, ডা. মুইদুল ইসলাম, কবি খেয়ালী মোস্তফা, কবি নাজিরা পারভীন, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সুবর্ণা মুস্তাফা, মেঘলা আক্তার, শাম্মি আক্তার রুপা, কবি আনজুমান আরা, কবি শরিফ-উর-রহমান, কবি মুসাফা আখতার বানু, কবি সৈকত হাবিব, কবি মোস্তাক আহম্মেদ, কবি আলমগীর হোসেন, কবি নাজিরা জাহানসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত কবি আকতারুজ্জামান সুলতানের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও সাংগঠনিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কবিতা পাঠে উঠে আসে তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসা ও মানবিক চেতনা।

অনুষ্ঠানের শেষ পর্বে কবি আকতারুজ্জামান সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

জনপ্রিয়

শব্দে-শ্রদ্ধায় স্মরণ: কবি আকতারুজ্জামান সুলতানের স্মৃতিতে সাহিত্যিক মিলনমেলা

error: Content is protected !!

শব্দে-শ্রদ্ধায় স্মরণ: কবি আকতারুজ্জামান সুলতানের স্মৃতিতে সাহিত্যিক মিলনমেলা

প্রকাশের সময়: ০৭:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্যপ্রয়াত কবি ও লেখক আকতারুজ্জামান সুলতান-এর স্মরণে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল।

গতকাল শুক্রবার, ২৩ জানুয়ারি রংপুরে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সভাপতি নাসরিন নাজ।

অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা, বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক, কবি শোয়েব দুলাল, কবি ও সাংবাদিক ড. অখিল পোদ্দার, কবি এমাদ উদ্দিন আহমেদ, কবি আহসানুল হাবিব মণ্ডল, কবি আহসান হাবিব রবু, কবি ফাহমিদা আফরোজ জাহান, কবি সরকার অভি, মাহমুদুল ইসলাম আকাশ, কবি জিয়াউল আলম ফারুকী, কবি ছালমা হোসেন পপি, কবি সুফি জাহিদ হোসেন, কবি এটিএম মোর্শেদ, কবি ইরশাদ জামিল, কবি জুলফিকার আরাফাত পরশ, কবি নুসরাত উপমা, ডা. মুইদুল ইসলাম, কবি খেয়ালী মোস্তফা, কবি নাজিরা পারভীন, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সুবর্ণা মুস্তাফা, মেঘলা আক্তার, শাম্মি আক্তার রুপা, কবি আনজুমান আরা, কবি শরিফ-উর-রহমান, কবি মুসাফা আখতার বানু, কবি সৈকত হাবিব, কবি মোস্তাক আহম্মেদ, কবি আলমগীর হোসেন, কবি নাজিরা জাহানসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত কবি আকতারুজ্জামান সুলতানের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও সাংগঠনিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কবিতা পাঠে উঠে আসে তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসা ও মানবিক চেতনা।

অনুষ্ঠানের শেষ পর্বে কবি আকতারুজ্জামান সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।