আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় সংরক্ষিত(নারী) ইউ’পি সদস্যের স্বামী আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেনকে পরিকল্পিত ভাবে কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্ত মাদক ব্যবসায়ীরা। গোবিন্দগঞ্জ থানার এজাহার সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের মহিলা ইউ’পি সদস্য জাহানারা বেগমের স্বামী ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন(৩৫) গত রাত ৮টার দিকে চরকতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে নলডাঙ্গা গোবিন্দপুর পঞ্চাত বাড়ী মসজিদের সন্নিকটে পৌঁছিলে একই ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী বিরাহিমপুর গ্রামের মৃত- বনির উদ্দিনের ছেলে শাহ আলম(২৫),আখিরা ফতেপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে লূৎফর রহমান (২৮), বগুলাগাড়ী গ্রামের হযরত আলীর ছেলে মাহমুদুল ইসলাম (৩০),জামাল উদ্দিনের ছেলে নুর ইসলাম (৩৫) ও নলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (৩৪) হত্যার উদ্দেশ্যে ধারালো রাম দা ও হাসুয়া দিয়ে এলোপাথারী কোপাতে থাকে এতে ইসমাইল হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কেটে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত অজ্ঞান হয়ে গেলে তাকে সড়কের ধারে ফেলে যায়, পরে পথচারীরা সড়কে ইসমাইল হোসেনকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ নেতা কর্মী ও অন্যান্য ইউপি সদস্যদের হাসপাতালে যান চিকিৎসার খোঁজ খবর নেন ও এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী মাদক কারবারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবী করেন। তিনি আরও বলেন, দরবস্ত ইউনিয়নের ৪, ৫, ৬ নং ইউ’পি সদস্য জাহানারা বেগমের স্বামী ইসমাইল হোসেন মাদক নিমূলে এলাকায় কাজ করেছে।তাই মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য’এ ঘটনায় জড়িত মাদককারবারীরা সম্প্রতি জেল খেটে জামিনে মুক্ত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...