আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতি নিয়ে জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), সেনাবাহিনীর সৈয়দপুর ৪ ইষ্টবেঙ্গলের পিএসসি লে. কর্ণেল জে.এ.এম বখতিয়ার উদ্দিন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সকলের সম্বিলিত প্রচেষ্টায় কাজ করা হচ্ছে। বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, ত্রাণ বিতরণ হোম কোয়েরন্টান নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরী করে কর্মহীন ও অহসায় মানুষদের নিকট ত্রাণ পৌছানেরারব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি সকলের প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, বর্তমানে ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৭শ পিপিই রয়েছে। শীঘ্রই আরো পিপিই পাঠাবে সরকার। এছাড়া পর্যাপ্ত আইসোলেশন এরব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে স্বাস্থ্য বিবাগ প্রস্ত রয়েছে। এখনো ঠাকুরগাঁওয়ে কোন করোনা রোগী সনাক্ত হয়নি। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...